Posts

Showing posts from December, 2024

গীতা জয়ন্তী উৎসব পালন মধুসূদন নগর কার্যস্থানে শনিবার (14/12/2024)

Image
নমস্কার       এই বছর মধুসূদন নগর কার্যস্থানে শনিবার (14/12/24) গীতা জয়ন্তী উৎসব পালন করা হল।      বিকেল 5 টায় শান্তি পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন শ্রীমতী অন্তরা রায়। গীতা জয়ন্তী উপলক্ষ্যে মাননীয়া নিবেদিতা দিদির প্রেরিত চিঠির সারাংশ পাঠ করেন শ্রীমতী সুস্মিতা রায়, 'কৃষ্ণ তুমহারী গীতা.....' ভজন ( lead & follow)পরিবেশন করেন শ্রীমতী নীলাঞ্জনা সর্দার, কর্মযোগশ্লোক সংগ্রহ পাঠ (lead & follow) করেন একনাথ বিভাগের বিভাগ সংগঠক শ্রীমতী কথাকলি ভট্টাচার্য্য, শ্রীমদ ভগবত গীতার উপরে আলোচনা করেন শ্রীমতী রত্না বিশ্বাস, শ্রী কার্তিক চক্রবর্তী ও শ্রীমতী শর্মিষ্ঠা চক্রবর্তী ( সহ সংযোজিকা),ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগ প্রমুখ শ্রী তরুণ কুমার জানা , সহ সংযোজিকা মিতা দে র জন্মদিন উপলক্ষ্যে জন্মদিবস শ্লোক উচ্চারণ করেন বিভাগ সংগঠক শ্রীমতী কথাকলি ভট্টাচার্য্য। এরপর শ্রীমতী শর্মিষ্ঠা গাঙ্গুলী শান্তি পাঠ করেন। উপস্থিত সবাই পুষ্পাঞ্জলী প্রদান করেন। সবশেষে প্রসাদ বিতরণ। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীমতী বন্দনা আচার্য। অনুষ্ঠানের শেষে সবাই কে গীতার বাণী ক্যালে...

Yoga Satra at Sukanta Mancha, Madhusudan Nagar karyastan

Image
A yog satra has started on November in Sukanta Mancha, Madhusudan Nagar karyastan, Eknath Vibhag, VK Paschimbanga Prant . Adaraniya Tarun Kumar Jana, Vibhag Pramukh, VK Eknath Vibhag was present .

Yoga Satra Planning Workshop in Government Engineering and Leather Technology

Image
A two hours workshop was held among the first semester students of Government Engineering and Leather Technology, Bidhannagar Karyastan, Eknath Vibhag, VK Paschimbanga Prant. Students 80+. The workshop was followed by a baithak with teachers and Principal. Nine teachers participated. A seven days yog satra from 20th September to 26th September for students and teachers was planned . As a outcome a successful yoga Satra has been conducted with the students and Teacher .